নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সন্ধানের দাবিতে শিরোমনিতে মানববন্ধন
খুলনার শিরোমনি কেডিএ মার্কেটের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে দ্রুত খুঁজে বের করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শিরোমনি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি পালন করেন বাজারের ব্যবসায়ীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন নিখোঁজ আনোয়ার হোসেনের দুই পুত্র আবু সাঈদ ও সিয়াম। এছাড়া আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী ইফতেখাইরুল আলম বাপ্পী, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস কাঞ্চন, মো. আইয়ুব আলী, মুরাদ হোসেন, মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মো. জুয়েল, বিল্লাল মল্লিকসহ কেডিএ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ চার দিন পেরিয়ে গেলেও পুলিশ আনোয়ার হোসেনের কোনো সন্ধান দিতে পারেনি, যা গভীর উদ্বেগজনক। তারা অবিলম্বে নিখোঁজ আনোয়ার হোসেনকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল দুপুরে দোকানের মালামাল কেনার জন্য খুলনায় গিয়ে নিখোঁজ হন আনোয়ার হোসেন, যিনি শিরোমনি কেডিএ মার্কেটের একটি চশমা ও ঘড়ির দোকানের মালিক। পরিবার সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।