নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগ কর্মী আটক
খুলনার পাইকগাছায় নাশকতার মামলায় দুই ইউপি সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০), ১ নম্বর ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পী (৪৫), এবং ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীখোলা বাজার থেকে ছাত্রলীগ নেতা প্রিন্সকে এবং একইদিন সকালে বাকা বাজার ও কাঠিপাড়া বাজার থেকে যথাক্রমে সাইফুল ও পিযুষকে আটক করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, “এসআই খায়রুল ইসলাম ও এসআই পলাশ রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।”
আটককৃতদের বুধবার (১৪ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।