নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে টিআইবির মানববন্ধন
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গতকাল খুলনার গোলকমনি পার্কের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন- এখনই” এই শ্লোগানকে সামনে রেখে টিআইবি খুলনা শাখা এই মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপিকা রমা রহমান, সভাপতি, টিআইবি খুলনা, ফিরোজ উদ্দিন, সনাক ক্লাস্টার কো-অর্ডিনেটর, রীনা পারভীন, সহ-সভাপতি, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, শামীমা সুলতানা শীলু, আসমাস আরা, আব্দুল্লাহ আল মামুন, টিআইবির এলাকা সমন্বয়কারী, খলিলুর রহমান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে হঠাৎ করে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ করেন। তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সমাজের সকল শ্রেণির মানুষকে এক হয়ে এই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।