নাচোলে ছাদবিহীন ঘরে ঝুঁকিপূর্ণভাবে চলছে শ্রেণি কার্যক্রম, বড় দুর্ঘটনার শঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে শিক্ষাকার্যক্রম। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনসেট ছাদসহ দুটি শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই পাঠদানে অংশ নিচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত ১৬ মে (শুক্রবার) দিবাগত রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের মাটির তৈরি ৩টি ঘরের মধ্যে ২টির টিনসেট ছাদ সম্পূর্ণভাবে উড়ে যায়। ভেঙে গেছে দরজা, জানালা, ফ্যান, বেঞ্চ, টেবিল, চেয়ার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সংযোগসহ প্রয়োজনীয় উপকরণ। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন জানান, “১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ৫২ বছর ধরে মাটির তৈরি ঘরেই শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যুগের পরিবর্তনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মিত হলেও আমাদের বিদ্যালয় আজও সেই পুরনো মাটির ঘরেই অবস্থান করছে। সাম্প্রতিক ঝড় আমাদের অবস্থা আরও করুণ করে তুলেছে।”
তিনি বলেন, “বিদ্যালয়ের ভবনগুলো এখন প্রায় মেরামত অযোগ্য। টিন ও কাঠামো সংস্কার করলেও তা খুবই ব্যয়বহুল, যা বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়।”
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত সরকারি সহযোগিতা প্রয়োজন। তারা উপজেলা প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন দ্রুত একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ থাকলে শিক্ষার মান নেমে যায়, আর ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ বাধাগ্রস্ত হয়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।