নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসকের সাথে ফেঞ্চুগঞ্জ সার কারখানা শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব সরোয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার শ্রমিক নেতৃবৃন্দ। গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় শ্রমিক নেতারা স্থগিতকৃত সিবিএ নির্বাচন দ্রুত সম্পন্নের জন্য জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন। তারা বলেন, “আপনার সততা ও সাহসিকতা সর্বজন বিদিত। আপনার আগমনে সিলেটের সর্বস্তরের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। সার কারখানার শ্রমিক-কর্মচারীরা বুকভরা আশা নিয়ে আপনার কাছে এসেছে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়।”
জেলা প্রশাসক শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দেন।
সভাপতি পদপ্রার্থী নাঈমুল করিম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন অর রশিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাহেদুল ইসলাম জাসলু, আবু শামীম, মইনুদ্দিন, সোহেল চিশতি, আরিফ আহমেদ, মোজাম্মেল হক রুহেল, এজাজুর রহমান ইমন, মাসুদ রানা, মনিরুজ্জামান, ওবায়দুল হক প্রমুখ।