নগরীতে চোরাই মালামালসহ তিনজন আটক
খুলনা মহানগরীতে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়িগেট রেলক্রসিং এলাকায় খুলনা-যশোর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা হলেন—দৌলতপুরের মানিকতলা মহেশ্বরপাশার বাসিন্দা নুর ইসলাম ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারী (২৮), ইসমাইলের ছেলে সাকিব (২৩) এবং গোলাম রসুলের ছেলে বাপ্পী (১৬)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে সাতটি রোড সাইন সিগন্যাল বোর্ড, সাতটি লোহার খুঁটি এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।