নওয়াপাড়া থেকে চুরি হওয়া ৩১১৫ বস্তা সরকারি সার উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্যিক এলাকা নওয়াপাড়া থেকে প্রতারণার মাধ্যমে চুরি হওয়া ৩১১৫ বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত কয়েকদিন জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই সার উদ্ধার করা হয়।
নভো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের আমদানি করা বিসিআইসি এই সার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে একটি চিহ্নিত চক্র। এ ঘটনায় নভো ট্রেডের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিল্টন বাদি হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ অভয়নগর ভাঙ্গা গেট এলাকার আবু বক্করের অফিস থেকে এজাহারনামীয় আসামি মিলন হোসেন (৪৫) এবং মোঃ আবু বক্কার (৫০) কে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে সার আত্মসাতের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে সরকারি এই সার উদ্ধার করা হয়। এ অভিযানের সময় উজ্জল নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি চক্রটির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা বলেন, “সরকারি সার আত্মসাতের ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং বেশিরভাগ সার উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, সরকারি ইউরিয়া সার কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আত্মসাতের ঘটনায় কৃষকদের বিপাকে পড়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত অভিযানের ফলে চক্রটি ধরা পড়েছে, যা কৃষি ও সরকারি সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।