ধানের শীষ নিয়ে বাগেরহাট-৩ আসনে প্রচারে নামলেন শেখ ফরিদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
গত ২২ ডিসেম্বর বিকাল ৪টায় রামপাল উপজেলার ফয়লাহাট চৌরাস্তা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এক বিশাল প্রচার মিছিলের মাধ্যমে এই প্রচারণার সূচনা করা হয়।
একই সময়ে সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৭টি ইউনিয়নে একযোগে প্রচার কার্যক্রম শুরু হয়। এতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রচার মিছিল ও পথসভাগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাগেরহাট-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখা হবে।



















