ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আগুন
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা আজ (৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি অনুযায়ী এই ঘটনার সূত্রপাত হয়।
প্রতিবেদকরা জানিয়েছেন, রাত ৮টা ৫ মিনিটে ১০০-১৫০ জন ভাঙচুর করতে বাড়ির ভেতরে প্রবেশ করেন, যেখানে তারা রড ও হাতুড়ি দিয়ে বাড়িটির ব্যাপক ক্ষতি সাধন করেন। বাইরে স্লোগান দিচ্ছিল প্রায় ৫০০-৭০০ জন, তাদের মধ্যে ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ সহ অন্যান্য স্লোগান শোনা যায়। তবে, এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং ঘটনাস্থলে পুলিশ দল থাকলেও তারা বাড়িটির দিকে এগিয়ে যায়নি।
রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেসবুকের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকার পতিত হয়ে ভারতে পালিয়ে গিয়েছিল, তারপর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।