ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক রিকশাচালক মো. আজিজুর রহমান (২৭)-কে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ আগস্ট) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানায় গত এপ্রিল মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে আসামি হিসেবে শনিবার (১৬ আগস্ট) আদালতে পাঠানো হয়।
ডিএমপির মুখপাত্র আরও বলেন, “প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের অধীনে একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক।”
তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানান।