ধর্ষণ চেষ্টা মামলা না নেওয়ায় মানববন্ধন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ধর্ষণের চেষ্টার মামলা নিতে থানা পুলিশের গড়িমসি এবং আসামিকে গ্রেফতার না করায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন করেছেন। শনিবার বিকেল ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার জিউপাড়া ইউনিয়নের শরিষাবাড়ি গ্রামের সাইদুর রইসলামের ছেলে শিহাব হোসেন (২৬) প্রতিবেশী এক কলেজপড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার দিন, ২৬ ফেব্রুয়ারি, দুপুরে ওই ছাত্রী নিজ ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় শিহাব হোসেন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরিবারের সদস্যরা এ বিষয়ে পুঠিয়া থানায় অভিযোগ দাখিল করলেও পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে।
মানববন্ধনে ভুক্তভোগীর বাবা আবুল কালাম বলেন, “ঘটনার চারদিন পার হলেও থানা এখনো মামলা গ্রহণ করেনি। আমরা বাধ্য হয়ে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করছি।”
ভুক্তভোগীর মা সেলিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাহেলি যুগে মেয়েদের জন্মের পর হত্যা করা হতো, আর এখন আমাদের মেয়েরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আজ যদি জানতাম এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তবে মেয়েকে জন্মের সময়ই মেরে ফেলতাম। আমরা এই ন্যক্কারজনক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, “ধর্ষণের চেষ্টার ঘটনাটি এখন মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত আসামিকে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এ ধরনের অপরাধ আর না ঘটে।