দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অভিযান; ৬ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সুনামগঞ্জ পৌর শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের জেল রোড, জগন্নাথ বাড়ী রোড, আড়ৎপট্টি, কিচেন মার্কেটসহ সবজি বাজারে এই অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন-মোদীর দোকানের বিশ্বজিৎ দাস – ২০০০ টাকা, রাজিব দে – ২০০০ টাকা, মেসার্স রাজু সরকার – ২০০০ টাকা, শরিফ উদ্দিন – ১০০০ টাকা, সেন্টু রায় – ১০০০ টাকা, পান্ডপ পাল – ২০০০ টাকা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান, মো. সাব্বির হোসেন, সাকিবুর রহমান, মোসা. মরিয়ম আক্তার এবং পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম জানান, রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে যাতে তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করেন। তিনি আরও জানান, সাদা মুরগির দাম ২০০ টাকা কেজি এবং গরুর মাংসের দাম ৭৩০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এছাড়া, মোদীর দোকানের ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও, অনেক দোকানদার রাস্তা দখল করে রাখায় তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। রমজান উপলক্ষে এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।