দৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা
খুলনা নগরীর দৌলতপুর পাবলা বনিকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভা আয়োজন করে দৌলতপুর থানা পুজা উদযাপন ফ্রন্ট এবং এলাকার স্থানীয় জনগণ।
সভায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা অংশ নেন। গাছতলা মন্দির কমিটির সহ সভাপতি এ্যাড: সত্য নারায়ন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি সভাপতি মুর্শিদ কামাল এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।
সভায় প্রধানত পুজা উদযাপন ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধি বিষয়ক আলোচনা হয়। স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতারা সভার আয়োজন ও বিএনপি নেতাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন।