দোহার-নবাবগঞ্জে নারী সমিতির উদ্যোগে ‘পাঠক ভূবন পাঠাগার’ উদ্বোধন
দোহার-নবাবগঞ্জ নারী সমিতির উদ্যোগে ‘পাঠক ভূবন পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে, যার লক্ষ্য শিশু ও কিশোরদের মধ্যে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটানো।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় দোহারের লটাখোলায় সমিতির নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “মা জাতি শিক্ষিত হলে সন্তানও শিক্ষিত হবে, যা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা বিএনপির সভাপতি শামীমা রাহিম শীলা। তিনি শিশুদের মধ্যে পাঠ্যপুস্তক পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন।
উদ্বোধনকৃত পাঠাগারে স্থানীয় শিশু ও কিশোররা নিয়মিতভাবে বই পড়া, জ্ঞানচর্চা এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। সমিতির কর্মকর্তারা আশা করছেন, পাঠাগারটি স্থানীয় শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।