দোহার ও নবাবগঞ্জকে পূর্বের ঢাকা-০১ ও ঢাকা-০২ আসন হিসেবে ফিরিয়ে আনার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জকে যথাক্রমে ঢাকা-০১ ও ঢাকা-০২ সংসদীয় আসন হিসেবে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। দোহার-নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকালে কমিটির সদস্য সচিব মো. রাসেল আহমেদের নেতৃত্বে জয়পাড়া বাজারের কালেমা চত্বর, হাসপাতাল রোডসহ বিভিন্ন স্থানে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। বিকেলে নবাবগঞ্জের শহীদ মিনার থেকে জেলমার্কেট পর্যন্ত কর্মসূচি বিস্তৃত হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি দোহার উপজেলা প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক আদর ইসলাম আকাশ, নবাবগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক রোমান ও অনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সিদ্ধা, সাবেক যুগ্ম সদস্য সচিব মাহির সানজিদ, সাবেক আহ্বায়ক শাকিল আহমেদ, সাজিদ ও আবদুল্লাহ।
এছাড়া সহ-মুখপাত্র রিদিম হাসান, সংগঠক রাকিবুল ইসলাম ও সাজিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, গণস্বাক্ষর কর্মসূচি আজও (রবিবার) অব্যাহত থাকবে।