দোহার উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট, ২০২৫) দুপুরে ঢাকার দোহার উপজেলায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ঢাকা জেলা মহিলা দল। অনুষ্ঠানের এক বিশেষ অংশ হিসেবে উপস্থিত সবার মধ্যে তোবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রাহিম শীলা। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার এবং দোহার উপজেলা ও পৌরসভা মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শামীমা রাহিম শীলা বলেন, “বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। জন্মদিনে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
ট্যাগস :
#খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু #জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠান #বেগম খালেদা জিয়া জন্মদিন ২০২৫