দোহার উপজেলায় ঘাস কাটা মেশিন বিতরণ ও স্টেরয়েড হরমোন অপপ্রয়োগ বিষয়ে সচেতনতামূলক সভা
ঢাকার দোহার উপজেলায় গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে গবাদি পশুতে স্টেরয়েড হরমোনের অপপ্রয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণের বিষয়ে খামারিদের সচেতন করা হয়। এছাড়া, এ সময় ঘাস কাটা মেশিনও বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভাটি ছিল বিশেষভাবে গবাদি পশু খামারিদের জন্য, যেখানে রাসায়নিক ছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এছাড়া, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান এবং মাহবুবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্টেরয়েড হরমোনের অপপ্রয়োগের কুফল এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়, যেখানে খামারিদের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিজিপি) এর আওতায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২টি ডেইরি ও ফ্যাটেনিং পিজি সমিতির মাঝে ঘাস কাটা মেশিন বিতরণ করা হয়, যা খামারিদের কাজকে আরও সহজ করবে।