দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে র্যালি, সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫০ বছর পূর্তি উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, বিশিষ্টজনদের সম্মাননা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “অনেক ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকা তার যাত্রা শুরু করেছিল এবং দীর্ঘ পথচলার পর আজকের এই অবস্থানে এসেছে। সংগ্রাম পত্রিকা সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সততার সঙ্গে পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরবে বলে আমি আশাবাদী।” তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল কলাকুশলী, পাঠক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জ ডিআইজি মো : রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তিকালীন কমিটির আহবায়ক মো : এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিশিষ্টজনরা এসময় উপস্থিত ছিলেন।
তারা সবাই দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছরের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।
পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে পত্রিকার সমৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নতির জন্য দোয়া করা হয়।