ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন কামাল উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক::

ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান

জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব বুঝে নেন। সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দেশ রূপান্তরের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা।

অনুষ্ঠানে প্রকাশক মাহির আলী খাঁন রাতুল বলেন, “আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবো। সবাই একসঙ্গে কাজ করলে পত্রিকাটি নতুন উচ্চতায় পৌঁছাবে।”

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ বলেন, “দেশ রূপান্তর আগের মতোই অর্গানাইজড উপায়ে কাজ করবে। এখানে কোনো পরিবর্তন হবে না।”

সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, “এটি আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন। সাংবাদিকতা জীবনে আজ থেকে সম্পাদকের নতুন যাত্রা শুরু করছি।” তিনি প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করে বলেন, “তিনি দেশ রূপান্তরকে শক্ত ভিত দিয়ে গেছেন। আমরা সবাই মিলে এই পত্রিকাকে আরও এগিয়ে নিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “দেশ রূপান্তর যেন জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই লক্ষ্য নিয়েই কাজ করবো। এই যাত্রায় সমস্যার সমাধান খুঁজে আমরা সততার সঙ্গে এগিয়ে যাবো।”

বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন বলেন, “অনেক সীমাবদ্ধতার মধ্যেও সবার সহযোগিতায় দেশ রূপান্তরকে এগিয়ে নিতে পেরেছি। নতুন সম্পাদকের নেতৃত্বে পত্রিকাটি আরও সফল হবে।”

ফেনীর ডাক্তারপাড়ায় জন্মগ্রহণকারী কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৫ সালে ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর ইউএনবি ও বাসসে কাজ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী কামাল উদ্দিন সবুজ দেশের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও স্বনামধন্য ব্যক্তিত্ব।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
৬১২ বার পড়া হয়েছে

দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন কামাল উদ্দিন সবুজ

আপডেট সময় ০৫:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব বুঝে নেন। সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দেশ রূপান্তরের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা।

অনুষ্ঠানে প্রকাশক মাহির আলী খাঁন রাতুল বলেন, “আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবো। সবাই একসঙ্গে কাজ করলে পত্রিকাটি নতুন উচ্চতায় পৌঁছাবে।”

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ বলেন, “দেশ রূপান্তর আগের মতোই অর্গানাইজড উপায়ে কাজ করবে। এখানে কোনো পরিবর্তন হবে না।”

সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, “এটি আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন। সাংবাদিকতা জীবনে আজ থেকে সম্পাদকের নতুন যাত্রা শুরু করছি।” তিনি প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করে বলেন, “তিনি দেশ রূপান্তরকে শক্ত ভিত দিয়ে গেছেন। আমরা সবাই মিলে এই পত্রিকাকে আরও এগিয়ে নিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “দেশ রূপান্তর যেন জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই লক্ষ্য নিয়েই কাজ করবো। এই যাত্রায় সমস্যার সমাধান খুঁজে আমরা সততার সঙ্গে এগিয়ে যাবো।”

বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন বলেন, “অনেক সীমাবদ্ধতার মধ্যেও সবার সহযোগিতায় দেশ রূপান্তরকে এগিয়ে নিতে পেরেছি। নতুন সম্পাদকের নেতৃত্বে পত্রিকাটি আরও সফল হবে।”

ফেনীর ডাক্তারপাড়ায় জন্মগ্রহণকারী কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৫ সালে ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর ইউএনবি ও বাসসে কাজ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী কামাল উদ্দিন সবুজ দেশের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও স্বনামধন্য ব্যক্তিত্ব।