দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন: ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, “দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি ঠিক করবে। বন্দুকের গুলি কখনো ছাত্রদের আন্দোলন দমিয়ে রাখতে পারেনি, আর পারবেও না। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।”
শনিবার (৪ জানুয়ারি) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জাহাঙ্গির আল আজাদ এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ফকির।
ড. মঈন খান বলেন, “তরুণ ছাত্রদের উচিত ক্লাসে ফিরে গিয়ে শিক্ষায় মনোযোগ দেওয়া। লেখাপড়া শেষ করার পরই তাদের রাজনীতিতে অংশ নেওয়া উচিত। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, এবং জনগণের কল্যাণে কাজ করাই আমাদের আদর্শ। তারেক রহমানের ৩১ দফা দেশের জন্য একটি সৎ, নিষ্ঠাবান ও কল্যাণমুখী নেতৃত্বের দিকনির্দেশনা। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমাদের সংস্কার প্রয়োজন, তবে তা চলমান প্রক্রিয়া।”
এ সময় তিনি আরও বলেন, “দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। সব প্রতিষ্ঠান সংস্কার করেই নির্বাচন হতে হবে—এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। তবে সংস্কার প্রক্রিয়া অবশ্যই অব্যাহত থাকবে।”
ড. এবিএম ওবায়দুল ইসলামকে সংবর্ধনা জানাতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে সাধারণ মানুষ মাঠে জড়ো হন। ড. মঈন খান তার বক্তব্যে বলেন, “ড. ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার গর্ব। তার সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, এবং তাতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সবাই সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।