দেশের সম্পদ পাচার নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ মির্জা ফখরুলের
শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা করেন এবং সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হচ্ছে। প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে, যা গত ১৫ বছরে মোট ২৮০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।” তিনি আরও প্রশ্ন করেন, “যারা এ সম্পদ পাচার করছে তারা আসলে কারা? তারা তো দেশেরই মানুষ।”
এ সময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন। ফ্যাসিবাদের বিপরীতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। “ফ্যাসিবাদ এমন একটি শাসনব্যবস্থা যেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়া হয় এবং তা পুনরায় নিরঙ্কুশ করার জন্য ভয়ভীতি সৃষ্টি করা হয়, যেন কেউ প্রতিবাদ করতে না পারে।” তিনি বলেন, “আমরা আল্লাহর অশেষ রহমতে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছি এবং এখন একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জব্বার, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।