বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “দেশের প্রতিটি সংকটে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার।” তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছেন। এছাড়াও, ৭ নভেম্বর, সিপাহী জনতার সহায়তায় জিয়াউর রহমানকে জেলখানা থেকে মুক্ত করা হয়, এবং তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেন।
রকিবুল ইসলাম বকুল আরও বলেন, “৯০-এর আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশে স্বৈরাচারী এরশাদের শাসন শেষ করেন। আর ২০২৪ সালের আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে মুক্ত করেছেন।”
গতকাল খালিশপুর ভাষানি স্কুল মাঠে খালিশপুর অঞ্চলের সকল শিক্ষকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বকুল আরও বলেন, “একটার পর একটা ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এবং মব সৃষ্টির মাধ্যমে দেশে অপরাধের হার বেড়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নত হয়নি, বরং আতঙ্ক বেড়েছে।” তিনি উল্লেখ করেন যে, “বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হওয়ার পরেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শৃঙ্খলায় ফিরেনি।”
তিনি বর্তমান সরকারের প্রতি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান সরকার নির্বাচনের বিষয়টিতে কালক্ষেপণ করছে, আর সংস্কারের নামে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে।” তিনি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে।”
ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং খালিশপুর অঞ্চলের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্নদয়ে খুলনার এডমিন শহিদুল ইসলাম ভিসি শহীদ, এবং সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ভাষানি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফরোজা শারমীন, খুলনা নিউজপ্রিন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনা আক্তারসহ স্থানীয় শিক্ষাবিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে, স্যাটেলাইট স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।