ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় দেয়াল লিখন ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা

দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী বাক্য

চেকপোস্ট ডেস্ক::

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বগুড়ায় শিক্ষার্থীদের দেয়াল লিখন।

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গানে গানে স্মরণের পর ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় দেয়াল লিখন ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দেয়াল ও সড়কে বিভিন্ন বাক্য লিখে তাদের প্রতিবাদ জানান। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বগুড়ায় শিক্ষার্থীদের দেয়াল লিখন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শহরের জলেশ্বরীতলায় ও বিয়াম মডেলের সামনে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে তাদের কর্মসূচি শুরু হয়। গণসঙ্গীত পরিবেশন করে দেশের স্বার্থে শপথ পাঠ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার বিচারসহ নয় দফা দাবিতে এসব কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ-১৮’র শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অর্ধশত বর্তমান ও সাবেক শিক্ষার্থী জড়ো হয়ে প্লাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে। এ সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি মৌন সমর্থন জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পাঠ করে। এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং তুলি, পোস্টার পেপার দেখা যায়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে৷ পরিস্থিরি স্বাভাবিক আছে৷

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
৫০৭ বার পড়া হয়েছে

বগুড়ায় দেয়াল লিখন ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা

দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী বাক্য

আপডেট সময় ১১:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গানে গানে স্মরণের পর ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় দেয়াল লিখন ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দেয়াল ও সড়কে বিভিন্ন বাক্য লিখে তাদের প্রতিবাদ জানান। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বগুড়ায় শিক্ষার্থীদের দেয়াল লিখন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শহরের জলেশ্বরীতলায় ও বিয়াম মডেলের সামনে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে তাদের কর্মসূচি শুরু হয়। গণসঙ্গীত পরিবেশন করে দেশের স্বার্থে শপথ পাঠ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার বিচারসহ নয় দফা দাবিতে এসব কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ-১৮’র শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অর্ধশত বর্তমান ও সাবেক শিক্ষার্থী জড়ো হয়ে প্লাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে। এ সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি মৌন সমর্থন জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পাঠ করে। এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং তুলি, পোস্টার পেপার দেখা যায়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে৷ পরিস্থিরি স্বাভাবিক আছে৷