দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে আরেক গাছের আঘাতে শ্রমিকের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় আরেক গাছের ধাক্কায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নাগে (৩২) দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামের ইমান আলী মাস্টারের বাগানের কিছু গাছ ক্রয় করেন ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের কাঠ ব্যবসায়ী আবুল হোসেন। এসব গাছ কাটার জন্য শ্রমিক নজরুল ইসলাম ও তার সঙ্গীরা সেখানে যান।
গাছ কাটার সময় নজরুল একটি গাছের ডাল কাটছিলেন, যার উচ্চতা ছিল প্রায় ৬০-৭০ ফুট। এ সময় তার সঙ্গীরা একটু দূরে আরেকটি গাছ কাটছিলেন। সেই গাছটি কাটা শেষে পড়ে গিয়ে সরাসরি দক্ষিণ পাশের গাছে আঘাত করে। এতে নজরুল ইসলাম ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম বলেন, “নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখজনক, তবে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”