দুর্নীতির অভিযোগে আলোচিত কর্মকর্তা মাহাবুবুর রহমান স্ট্যান্ড রিলিজ
বহু বিতর্ক ও দুর্নীতির অভিযোগে আলোচিত খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানকে বদলির আদেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (১২ আগস্ট) জারি হওয়া অফিস আদেশে বলা হয়েছে, তাকে খুলনা জেলা পরিষদ থেকে বদলি করে নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। ১৩ আগস্টের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ১৪ আগস্ট থেকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি বলে গণ্য হবেন। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জয়নুল আবেদীন।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের অক্টোবর মাসে তাকে যথাক্রমে বগুড়া ও চুয়াডাঙ্গা জেলা পরিষদে বদলি করা হলেও তিনি দুইবারই খুলনায় থেকে যান বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন খুলনা জেলা পরিষদে বহাল ছিলেন।
কর্মকর্তা মাহাবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ উপার্জন, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয়েও প্রথম শ্রেণির সুবিধা গ্রহণসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পরিষদের ভেতরে একক আধিপত্য বিস্তার করতেন এবং বদলির আতঙ্কে কর্মচারীরা সবসময় তটস্থ থাকতেন।
এছাড়া, অভিযোগ রয়েছে—নিজের অপকর্ম আড়াল করতে তিনি দৈনিক একটি পত্রিকা চালু করেছিলেন এবং ভিন্নমতের সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের নানা হয়রানি করতেন।