দুর্গাপুরে গাঁজাসহ ব্যবসায়ী ও দুই সেবনকারী গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসবপুর গ্রামের মাদক ব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), মাদকসেবী শাহান আলী (৩২), শাহান উদ্দিন (৩৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, গোলাম রাব্বির বিরুদ্ধে আগেও মাদকের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ রাব্বি এবং দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত তদন্ত অব্যাহত রয়েছে।”
ট্যাগস :