দুপুরের মধ্যে আ.লীগকে নিষিদ্ধ করুন: ড. শফিকুল ইসলাম মাসুদ
আওয়ামী লীগকে দুপুরের মধ্যেই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৯ মে) সকাল ৮টার দিকে রাজধানীর যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “আমরা আজ দুপুর পার করতে চাই না। অবিলম্বে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দাবি শুধু কোনো রাজনৈতিক দল বা ছাত্রদের নয়, এটি সারাদেশের দেশপ্রেমিক জনতার দাবি।”
ড. মাসুদ আরও জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আন্দোলনরত ছাত্র-জনতাকে সালাম জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই ন্যায্য দাবি মেনে নেবে।
গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্র ও সাধারণ জনগণ আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে আজ সকালে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও সংহতি জানান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো. দেলোয়ার হোসেনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন বিক্ষোভস্থলে।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ শুধু ৫ আগস্ট নয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০১৩ সালের ৫-৬ মে, এমনকি সাঈদী রায়ের পরও গণহত্যা চালিয়েছে। ২০২১ সালে মোদীকে আনতে গিয়েও মানুষ হত্যা করেছে। এই রক্তাক্ত ইতিহাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াই জনগণের ন্যায্য প্রত্যাশা।”
বিক্ষোভস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।