দুই যুগ পর ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি: প্রায় দুই যুগ পর ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (সোমবার) ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পৌর প্রশাসক, থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচনের আয়োজন করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন শেষে, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. এরশাদুল আহমেদ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল: সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ. কে. এম. হারুন অর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামছুল ইসলাম ভূইয়া ছাতা প্রতীক নিয়ে ৩৩২ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে তালা প্রতীক নিয়ে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হায়দার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুল কবির পিন্টু ফুটবল প্রতীক নিয়ে ২৪১ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল বায়েজিদ (বায়েজিদ) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, মোট ৮৭৩ ভোটে ৪টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অনুপস্থিত ভোট ছিল ৪৭ এবং বাতিল ভোটের সংখ্যা ছিল শূন্য।
ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ীরা তাদের নতুন দায়িত্বে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।