দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি সুনামগঞ্জে পালিত
দুই দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা। সোমবার (৫ মে) সকাল ৯:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত সুনামগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জজ আদালতের নাজির মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান, বিচার বিভাগের অধীনে পৃথক সচিবালয় গঠন ও সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-স্কেলের আওতায় আনার দাবি জানিয়ে ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দাবি উপস্থাপন করা হয়। ৪ মে’র মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হলেও কোনো অগ্রগতি না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করা হয়।
নেতৃবৃন্দ আরও জানান, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচারকদের জন্য আলাদা পে-স্কেল ও নিয়োগ বিধিমালা থাকলেও সহায়ক কর্মচারীরা এখনও জনপ্রশাসনের নিয়মে বেতন-ভাতা পাচ্ছেন। এতে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। পদের সীমাবদ্ধতা ও পদোন্নতির অভাবসহ নানাবিধ সমস্যায় তারা অবহেলিত জীবন যাপন করছেন।
বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের দাবিকে যৌক্তিক বললেও তা অন্তবর্তীকালীন সরকারের নিকট দেওয়া সুপারিশে অন্তর্ভুক্ত হয়নি। এতে করে কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।
নেতারা সরকারের প্রতি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।