দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নানা অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।”
২০২২ সালের ১৪ মে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে সরাসরি ভোটে বখতিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। একই কমিটিতে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি নির্বাচিত হন।
তবে নেতৃত্বের এ পরিবর্তনের বিষয়ে বখতিয়ার আহমেদ কচি চিঠি পেয়েছেন কি না তা নিশ্চিত করা যায়নি। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বহিষ্কৃত সাধারণ সম্পাদকের পদে মুরাদ আহমেদকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির নেতৃত্বে এ পরিবর্তন সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে বিএনপির সমর্থকদের মধ্যে আলোচনা চলছে।