দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রুবেল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুবেল ইসলাম। শনিবার (১৭ মে) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মো. রেজাউর রহমান রেজা সম্প্রতি দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব গ্রহণ করায়, সংগঠনের ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা রক্ষার স্বার্থে সহ-সভাপতি মো. রুবেল ইসলামকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
দায়িত্বপ্রাপ্ত রুবেল ইসলাম ছাত্রদলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে আসছেন। তার নেতৃত্বে দিনাজপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।