দিনাজপুর চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলা-২০২৪-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে এই বাণিজ্য মেলার উদ্বোধন হয়।
প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল (জেলা বিএনপির সভাপতি), আব্দুল্লাহ আল মামুন (গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী), অধ্যক্ষ মো. আনিসুর রহমান (জেলা জামায়াতে আমির), মুহাদ্দিস ড. মো. এনামুল হক (জেলা জামায়াতের সেক্রেটারি), মোকাররম হোসেন (জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি)।
মেলার উদ্বোধনী আয়োজন শুরু হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মেলার স্বাগত বক্তব্য রাখেন মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়াল।
মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মো. আখতারুজ্জামান জুয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এক মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনা দেখভাল করছে দিনাজপুরের বিখ্যাত মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট।
এই মাসব্যাপী বাণিজ্য মেলা দিনাজপুরবাসীর জন্য বিনোদন ও ক্রয়ের একটি বিশেষ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।