দিনাজপুরে ৫৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর মাদকবিরোধী অভিযানে ৫৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে, এবং দুজন পলাতক রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে দিনাজপুরের বিরল উপজেলার পৃথক দুটি স্থানে ডিএনসির পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম ও উপ-পরিদর্শক মো. হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
মো. মনিরুজ্জামান ওরফে বাবু (৪২)-এর বাড়ি তল্লাশি করে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। এ ঘটনায় অপর অভিযুক্ত মো. নুর ইসলাম পলাতক রয়েছেন।
মো. মোস্তাকিম আলী (৩৪)-এর বাড়ি তল্লাশি করে ২৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় মোস্তাকিম আলী পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ২৯(ক) ধারায় বিরল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১২ এবং ১৩)। বিষয়টি ডিএনসির দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।