দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে কম্বল ও অর্থ বিতরণ
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রতিটি সদস্যকে সুস্থ থাকতে হলে সমিতির কার্যক্রমে যুক্ত থাকতে হবে। ছোটখাটো খেলাধুলা ও বিনোদনমুখর পরিবেশে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি যুব সমাজের প্রতি নজর দিতে হবে, যেন তারা মাদক বা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। সমাজ পরিবর্তনে অবসরপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং তাদের সিনিয়র সিটিজেন হিসেবে যথাযথ সম্মান দিতে হবে।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক চত্বরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে দুঃস্থ, অসহায় ও গরিব পেনশনারদের মাঝে শীতবস্ত্র এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান অধ্যাপক মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ৮০ জন সদস্যের মাঝে ৫০০ টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং শীতার্ত অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন।
উল্লেখ্য, এই উদ্যোগটি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।