দারুসসালাম প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
দারুসসালাম প্রেসক্লাবের নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ আগষ্ট) রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের সম্মতিতে এ কমিটি গঠিত হয়।
ক্রাইম ওয়াচ রিপোর্ট পত্রিকার সম্পাদক নুরুজ্জামান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি গঠনের পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং নির্বাচন আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান মিঠু (ক্রাইম ওয়াচ), যুগ্ম আহ্বায়ক মো. সোহেল (দৈনিক স্বাধীন কথা), মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ)।
সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. শরীফুল ইসলাম (দৈনিক নাসা নিউজ), যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহাউর রহমান বেলাল (আনন্দ টিভি), মাহমুদ মিয়া (দৈনিক আলোর জগত)।
সম্মানিত সদস্য ইসমাইল ভূইয়া আকাশ (দৈনিক আশ্রয় প্রতিদিন), নাসির হাওলাদার (দৈনিক শেষ সংবাদ), মো. আফগান হোসেন (দৈনিক নাসা নিউজ) এবং নবাগত সদস্য মো. আরাফাত হোসেন (দৈনিক ভোরের বার্তা)।
গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন, সদস্য সংগ্রহ এবং নির্বাহী কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে এবং প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবে।