দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদারসহ দুইজন বহিষ্কার
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার এবং সাবেক উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দলের সকল পদ-পদবী থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরির ফেসবুক আইডি থেকে এই বহিষ্কার আদেশ পোস্ট করা হয়। এ সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার একটি সিএনজি সমিতির চাঁদা উত্তোলন করার জন্য যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার উখিয়া স্টেশনের সিএনজি চালকদের হুমকি ধমকি দেয়। এ সময় সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ চাঁদা তুলতে বাধা দিলে সাইফুল সিকদার তাকে বেধড়ক মারধর করে। ভরা বাজারে গুরুতর জখম অবস্থায় মোর্শেদকে সিএনজি শ্রমিকরা উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর সিএনজি সমিতির শ্রমিকরা সাংবাদিকদের জানালে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ ঘটনার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণে সাইফুল সিকদার এবং আহসান উল্লাহকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাইফুল সিকদার সম্প্রতি কোটি টাকার মালিক হয়ে উঠেছে। এর আগে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সাবেক সদস্য সচিব ওসমান সরওয়ার সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন যে, সাইফুল সিকদার অর্থের বিনিময়ে ইউনিয়ন কমিটি বানিজ্য করেছে।
কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “দল বড়, ব্যক্তি নয়। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কাজ করলে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, এটাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।”