"চেকপোস্ট অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের পর"
দলিল লিখক কাউছার আহমেদ সাময়িক বরখাস্ত
চেকপোস্ট অনলাইন পোর্টাল এ সংবাদ প্রকাশের পর লাখাই সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কাউছার আহমেদ সাময়িক বরখাস্ত। উল্লেখ্য যে, লাখাই সাবরেজিস্টারের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগে জেলা রেজিস্ট্রার দলিল লিখক কাউছার আহমেদ কে এক চিঠির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে লাখাই সাবরেজিস্টার হিরেশ চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কাউছার আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুল কাদিরের কাছ থেকে আমার নাম ভাঙ্গিয়ে টাকা দিতে হবে বলে দলিল লিখক কাউছার আহমেদ অভিযোগকারীর কাছ থেকে ১ লাখ ৩২ হাজার টাকা গ্রহন করার পর অভিযোগকারী আব্দুল কাদিরের কাজ করে না দেয়ায় তাদের মাঝে দেখা দেয় মনোমালিন্য এক পর্যায়ে বিষয়টি গড়ায় আমার দপ্তরে।
এ বিষয়টি নিষ্পত্তি জন্য একাধিক বার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে লাখাই সাবরেজিস্টার রাজেশ চক্রবর্তীর সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধি কে জানান, লিখিত অভিযোগকারী আব্দুল কাদির নামে এক লোক আমার সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কাউছার আহমেদ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে জানান,দলিল লিখক কাউছার আহমেদ কাজ করে দেয়ার নাম করে আমার নামে ১ লাখ ৩২ হাজার টাকা আদায় করেছেন মর্মে অভিযোগ করে।
এ বিষয়টি অভিযোগকারীর লিখিত অভিযোগ সহ এ সংক্রান্ত বিষয়ে আমার মতামত সহ জেলা রেজিস্ট্রারের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য ১লা অক্টোবর একটি পত্র প্রেরন করা হয়েছিল । তিনি আরো জানান দলিল লিখক কাউছার আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ পাওয়া গেছে মর্মে আমার কাছে অনেকেই মৌখিক ভাবে অভিযোগ করেছেন ।
এ বিষয়ে সাবরেজিস্টার হিরেশ চক্রবর্তীর সাথে আলাপ কালে তিনি জানান, হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার এ কে এম রফিকুল কাদির মহোদয় ১১২৪ নং স্মারক মুলে আমাকে এক পত্রের মাধ্যমে অবহিত করে লিখেছেন যে পূনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত মুসাবিদা দলিল গ্রহন না করার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছন।