দক্ষিণ রাউজানের ত্রিপুরেশ্বরী শিব মন্দিরে তিন দিনব্যাপী মহোৎসব
দক্ষিণ রাউজানের মালাকার পাড়ার মহাজন বাড়িতে অবস্থিত ত্রিপুরেশ্বরী শিব মন্দিরের উদ্যোগে তিন দিনব্যাপী শিব পূজা উৎসব উদযাপিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন ছিলো।
উৎসবের আয়োজন: মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ত্রিপুরেশ্বরী শিবের পূজা ও ভোগ আরতি, নোয়াপাড়া ঐক্যতান সংগীত একাডেমীর পরিচালনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান, প্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। গীতা পাঠ করেন লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ ও বিশিষ্ট গীতা পাঠক শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রক্ষচারী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রাজেশ মালাকার এবং সাধারণ সম্পাদক লাকী সরকার।
উৎসবস্থলে নারী, শিশু ও বিভিন্ন বয়সী ভক্তদের উপচেপড়া ভিড় ছিল। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ রাউজানে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।