দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত তার দুই শিশু পুত্র
দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনি শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই শিশু সন্তান-সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০)। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে ইসোয়াতিনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে গিয়াস উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই দাউদ মিয়া।
নিহতের ভাই জানান, গিয়াস উদ্দিন মিয়া ২০০৯ সাল থেকে ইসোয়াতিনিতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সেখানে তিনি একটি শপিং সেন্টারের ব্যবসা পরিচালনা করতেন। সম্প্রতি তিনি দুই ছেলেকে নিয়ে জার্মানি ভ্রমণের পরিকল্পনা করেন। সে লক্ষ্যে ভিসার আবেদন সম্পন্ন করে বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন।
ফেরার পথে তাদের গাড়িটি একটি মালবাহী লরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান গিয়াস উদ্দিন মিয়া। তার সঙ্গে থাকা দুই সন্তান আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গিয়াস উদ্দিনের মৃত্যুর খবরে ফরিদপুরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীরা জানাচ্ছেন, গিয়াস ছিলেন একজন অত্যন্ত সদালাপী ও পরিশ্রমী মানুষ। প্রবাসে দীর্ঘ সময় কাটিয়ে পরিবারকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবার।