বিমানবন্দর থেকে তুলে নেয় ইমিগ্রেশন পুলিশ, ভাটারা থানায় হস্তান্তর
থাইল্যান্ড যাওয়ার পথে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া আটক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এক মামলায় অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে রোববার (১৮ মে) সকালে তাকে থাইল্যান্ডগামী ফ্লাইট থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্থায়নে সহযোগিতা করেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলাটি রাজধানীর ভাটারা থানায় দায়ের হয়েছিল।
বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আটক করার পর তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান-“তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে। সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি আটক অবস্থায় আছেন।”
তিনি আরও বলেন, “মামলায় তার সম্পৃক্ততা কতটুকু, তা পর্যালোচনা করে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে আটক হিসেবে রাখা হয়েছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বেশ কয়েকজন আলোচিত ব্যক্তির বিরুদ্ধে অর্থদানের অভিযোগ ওঠে। নুসরাত ফারিয়ার নাম সেই তালিকায় থাকা নিয়ে তখনই আলোচনা শুরু হয়।