ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং প্রার্থীর গণসংযোগে এলাকাবাসীর উৎসাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ নং প্রার্থী বাবু সাচিং প্রু জেরি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রূপসী পাড়া বাজার সংলগ্ন বিডিপি মাঠে একটি নির্বাচনী পথসভা আয়োজন করেন।
পথসভার আয়োজন করেন রূপসী পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইনছান ও মান্নান মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান ও লামা উপজেলার সিনিয়র নেত্রীবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদ কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
পথসভায় প্রতিটি বক্তা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান এবং তারেক রহমানের পরিকল্পনা ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন।
রূপসী পাড়া বাজারের সাধারণ জনগণ পথসভায় সরাসরি অংশগ্রহণ করে এবং জানান, তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেবেন।
৩০০ নং আসনের প্রার্থী বাবু সাচিং প্রু জেরি বলেন, আপনারা আমাকে ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আগামী ৫ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব এবং সর্বশ্রেণীর মানুষের উন্নয়নের জন্য কাজ করব।



















