ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপির ৩০টি আসনের প্রার্থী তালিকা

চেকপোস্ট ডেস্ক::
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ থেকে ৩০টি আসনে লড়াই করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের সংবাদ সম্মেলনে এই আসন সংখ্যা ঘোষণা করা হয়।

জানা গেছে, ৩০টি আসনের মধ্যে ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে, বাকি ৩টি আসনের বিষয়ে এখনও আলোচনা চলছে। এর আগে এনসিপি নির্বাচনের জন্য ৪৬টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিল।

চূড়ান্ত ২৭টি আসন ও প্রার্থী (শাপলা কলি প্রতীকে) নিম্নরূপ-

১. পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) – সারজিস আলম

২. দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) – মো. আব্দুল আহাদ

৩. রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) – ড. আতিক মুজাহিদ

৪. কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) – ড. আতিক মুজাহিদ

৫. নাটোর-৩ (সিংড়া) – অধ্যাপক (অব:) এস এম জার্জিস কাদের

৬. সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) – এস এম সাঈফ মোস্তাফিজ

৭. পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) – মো. শামীম হামিদী

৮. টাঙ্গাইল-৩ (ঘাটাইল) – সাইফুল্লাহ হায়দার

৯. ময়মনসিংহ-১১ (ভালুকা) – জাহিদুল ইসলাম

১০. মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) – মাজেদুল ইসলাম

১১. ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) – মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী

১২. ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) – জাবেদ মিয়া রাসিন

১৩. ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) – আরিফুল ইসলাম

১৪. ঢাকা-১৯ (সাভার) – দিলশানা পারুল

১৫. ঢাকা-২০ (ধামরাই) – প্রকৌশলী নাবিলা তাহসিন

১৬. ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) – নাহিদ ইসলাম

১৭. নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক) – গোলাম সারোয়ার (তুষার)

১৮. গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস) – আলী নাছের খান

১৯. নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) – সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার

২০. নোয়াখালী-৬ (হাতিয়া) – হান্নান মাসউদ

২১. লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) – মাহবুব আলম

২২. চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) – জোবাইরুল হাসান আরিফ

২৩. বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) – আবু সাঈদ মো. সুজাউদ্দিন

২৪. নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) – আব্দুল্লাহ আল আমিন

২৫. ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) – আতাউল্লাহ

২৬. ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) – আশরাফ উদ্দিন

২৭. কুমিল্লা-৪ (দাউদকান্দি) – হাসনাত আবদুল্লাহ

বাকি ৩টি আসনের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৫০১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপির ৩০টি আসনের প্রার্থী তালিকা

আপডেট সময় ১১:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ থেকে ৩০টি আসনে লড়াই করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের সংবাদ সম্মেলনে এই আসন সংখ্যা ঘোষণা করা হয়।

জানা গেছে, ৩০টি আসনের মধ্যে ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে, বাকি ৩টি আসনের বিষয়ে এখনও আলোচনা চলছে। এর আগে এনসিপি নির্বাচনের জন্য ৪৬টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিল।

চূড়ান্ত ২৭টি আসন ও প্রার্থী (শাপলা কলি প্রতীকে) নিম্নরূপ-

১. পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) – সারজিস আলম

২. দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) – মো. আব্দুল আহাদ

৩. রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) – ড. আতিক মুজাহিদ

৪. কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) – ড. আতিক মুজাহিদ

৫. নাটোর-৩ (সিংড়া) – অধ্যাপক (অব:) এস এম জার্জিস কাদের

৬. সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) – এস এম সাঈফ মোস্তাফিজ

৭. পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) – মো. শামীম হামিদী

৮. টাঙ্গাইল-৩ (ঘাটাইল) – সাইফুল্লাহ হায়দার

৯. ময়মনসিংহ-১১ (ভালুকা) – জাহিদুল ইসলাম

১০. মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) – মাজেদুল ইসলাম

১১. ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) – মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী

১২. ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) – জাবেদ মিয়া রাসিন

১৩. ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) – আরিফুল ইসলাম

১৪. ঢাকা-১৯ (সাভার) – দিলশানা পারুল

১৫. ঢাকা-২০ (ধামরাই) – প্রকৌশলী নাবিলা তাহসিন

১৬. ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) – নাহিদ ইসলাম

১৭. নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক) – গোলাম সারোয়ার (তুষার)

১৮. গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস) – আলী নাছের খান

১৯. নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) – সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার

২০. নোয়াখালী-৬ (হাতিয়া) – হান্নান মাসউদ

২১. লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) – মাহবুব আলম

২২. চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) – জোবাইরুল হাসান আরিফ

২৩. বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) – আবু সাঈদ মো. সুজাউদ্দিন

২৪. নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) – আব্দুল্লাহ আল আমিন

২৫. ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) – আতাউল্লাহ

২৬. ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) – আশরাফ উদ্দিন

২৭. কুমিল্লা-৪ (দাউদকান্দি) – হাসনাত আবদুল্লাহ

বাকি ৩টি আসনের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে।