তুষের বস্তার নিচে মিললো দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি
নদী পথে স্টিলের নৌকায় তুষের বস্তার নিচে পাচার হচ্ছিল দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রী পিস, থান কাপড়, কসমেটিক্সসহ অন্যান্য মালামাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শাহেববাড়ি ঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান চালায় বিজিবি। পরে স্টিলের নৌকা থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে একটি স্টিল বডি নৌকা, ভারতীয় শার্ট পিস ২,৭১৮টি, প্যান্ট পিস ৪,২১৬ মিটার, শাড়ি ৯০ পিস, থ্রী পিস ২৩টি, থান কাপড় ১,৯১০ মিটার, এবং সোফার কাপড় ৩০০ মিটার। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৮৭১ টাকা।
অভিযানকালে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালানের তৎপরতা বেড়েছে। এজন্য সীমান্তে প্রতিটি বিওপিতে লোকবল ও টহল বাড়ানো হয়েছে। গতকাল সীমান্তের তাহিরপুর উপজেলার চারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার ভারতীয় অবৈধ কাপড় জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ দুই দিনে মোট সাড়ে তিন কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।