‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’ স্লোগানে দোহারে পথ সভা ও মিছিল
মাগুরার ৮ বছরের শিশু আছিয়াসহ দেশজুড়ে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ১৩ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার দোহারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শামীমা রাহিম শীলা।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় নামেন, যার মধ্যে ছিল ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর নইলে হাতে চুড়ি পর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’। তারা উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
ঢাকা জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশগ্রহণ করেন, যারা ধর্ষণের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার জন্য একযোগে তাদের দাবিগুলি উচ্চারণ করেন।