তাহসান খান এবার বিয়ে করলেন রোজা আহমেদকে
বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক তাহসান খান এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদ সঙ্গে। এই সম্পর্কের বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের অনুষ্ঠানটির কিছু ছবি আপলোড করেছেন।
তাহসান তার পোস্টে জানিয়েছেন, রোজা আহমেদ একজন উদ্যোক্তা, যিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন। রোজা প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং সামাজিক মাধ্যমে তার বেশ কয়েকটি অনুসারী রয়েছে।
তাহসান খান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিনোদন জগতে একজন সুপরিচিত গায়ক, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সঙ্গীত জীবনের শুরু ছিল ব্ল্যাক ব্যান্ডের সাথে, যেখানে তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণ মানুষকে আকৃষ্ট করেছে।
তাহসান খান এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৩ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে, ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদ ঘোষণা করেন।
এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তাহসান, এবং তাদের এই নতুন অধ্যায় নিয়ে অনেকেই আনন্দিত।