তানোরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়, কামারগাঁ ইউনিয়নের পারিশোন গ্রামে দেলোয়ার হোসেন দেলুর দুই বছর বয়সী ছেলে নাবিল হোসেন বাড়ির গেটে খেলার সময় সবার অজান্তে সামনে থাকা একটি ছোট পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায়, তানোর পৌর এলাকার আমশো গ্রামের নাজমুল হাসানের দুই বছর বয়সী ছেলে তৌফিকুল ইসলাম তাওরাত বাড়ির সামনের খলিয়ানে খেলছিল। খেলতে খেলতে সে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।