তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা এবং দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর সিকদার, যিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমরা ইসরায়েল যেতে না পারলেও এখান থেকেই তাদের বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু প্রতিবাদের নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা অনুচিত। সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিবাদ জানাতে হবে।”
এ সময় ফাউন্ডেশনের পরিচালক নুর মোহাম্মদ সাহেদ চৌধুরী বলেন, “ইসরায়েলি পণ্য বয়কট অবশ্যই প্রয়োজন, তবে সেটি হওয়া উচিত সচেতনতার মাধ্যমে, সহিংসতা নয়। দেশে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধে সরকারের মনোযোগ বাড়াতে হবে এবং জনগণকে ব্যক্তি পর্যায় থেকে বয়কট কার্যকর করতে হবে।”
প্রতিবাদ সভায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।