ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে দোহারের জয়পাড়ায় দলটির থানা কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মহাসচিব ইউনুস আহমদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের বিজয় দেখতে চাই।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভার শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম মোনাজাত পরিচালনা করেন।