ঢাকাই সিনেমা ‘মধ্যবিত্ত’ যাত্রা শুরু করল ২০২৫ সালে
২০২৫ সালের প্রথম সিনেমা হিসেবে ‘মধ্যবিত্ত’ মুক্তি পেয়েছে দেশের ১৩টি প্রেক্ষাগৃহে। সিনেমাটি পরিচালনা করেছেন তানভীর হাসান, যিনি এটি তার প্রথম নির্মাণ হিসেবে উপস্থাপন করছেন।
সিনেমার গল্পে গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা—প্রায় প্রতিটি শ্রেণির চরিত্র তুলে ধরা হয়েছে। তানভীর হাসান বলেছেন, তিনি এই সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের জন্য, যেখানে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।
‘মধ্যবিত্ত’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। সিনেমার অন্যতম অভিনেতা ওমর মালিক বলেন, সিনেমার গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং প্রত্যেকটি চরিত্র দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলবে।
‘মধ্যবিত্ত’ সিনেমাটি ৩ জানুয়ারি ২০২৫ থেকে দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, দিনাজপুরের মডার্ন সিনেমা, সাপাহারের নসীব সিনেমা, কুলিয়ার চরে রাজ সিনেমা, গোপালদীর চলন্তিকা, টেকের হাটের সোনালী, মধুপুরের মাধবী সিনেপ্লেক্স, ময়মনসিংহের পূরবী সিনেমা ও ফরিদপুরের বনলতা হলগুলোতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
এটি একটি বড় প্রত্যাশিত সিনেমা, যা বাংলাদেশের সামাজিক বাস্তবতার নানা দিককে আলোচনায় নিয়ে আসবে।