ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনের পর সোলার গ্রীড হবে-আলী আজগর লবী

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ার বিলডাকাতিয়ায় বৃহৎ সোলার গ্রীড সিস্টেম স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী আজগর লবী।

তিনি জানান, জলাবদ্ধতা নিরসনের পর উন্মুক্ত স্থানে সৌরশক্তি ইনস্টলেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ দল সমীক্ষা শুরু করেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হবে।

আলী আজগর লবী বলেন, “পরিকল্পনাটি সফল হলে বিলডাকাতিয়া ও আশপাশের এলাকায় পরিবেশবান্ধব ও টেকসই শক্তি ব্যবস্থা গড়ে উঠবে।”

আজ (১৬ আগস্ট) দুপুরে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি ও মাঠে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “বাংলাদেশে সব জাতি সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে ডুমুরিয়ায় দৃষ্টিনন্দন একটি মন্দির নির্মাণ করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কালীবাড়ি ও মঠ কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা ঐক্যফ্রন্ট সভাপতি ব্রজেন ঢালী, খুলনা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিত্যানন্দ মণ্ডলসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বিকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনের পর সোলার গ্রীড হবে-আলী আজগর লবী

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

খুলনার ডুমুরিয়ার বিলডাকাতিয়ায় বৃহৎ সোলার গ্রীড সিস্টেম স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী আজগর লবী।

তিনি জানান, জলাবদ্ধতা নিরসনের পর উন্মুক্ত স্থানে সৌরশক্তি ইনস্টলেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ দল সমীক্ষা শুরু করেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হবে।

আলী আজগর লবী বলেন, “পরিকল্পনাটি সফল হলে বিলডাকাতিয়া ও আশপাশের এলাকায় পরিবেশবান্ধব ও টেকসই শক্তি ব্যবস্থা গড়ে উঠবে।”

আজ (১৬ আগস্ট) দুপুরে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি ও মাঠে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “বাংলাদেশে সব জাতি সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে ডুমুরিয়ায় দৃষ্টিনন্দন একটি মন্দির নির্মাণ করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কালীবাড়ি ও মঠ কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা ঐক্যফ্রন্ট সভাপতি ব্রজেন ঢালী, খুলনা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিত্যানন্দ মণ্ডলসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বিকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।